আমি এস এম মাসুম বিল্লাহ, একজন সৃষ্টিশীল মানুষ যার দুটি জগৎ। পেশাগত জীবনে আমি জাগোনিউজ-প্রাণ আর এফ এল গ্রুপে এডমিন হিসেবে দায়িত্ব পালন করি। তবে, আমার আসল সত্তা নিহিত প্রকৃতির প্রতি মুগ্ধ ভালোবাসায়।
শৈশবের অভ্যাস ধরে রেখে, আমি কবিতা, গল্প ও লিরিক রচনার মাধ্যমে নিজের ভাবনা প্রকাশ করি। দেশ-বিদেশে ভ্রমণের সময় আল্লাহর অপার সৃষ্টি দেখে যে বিস্ময় ও আনন্দ অনুভব করি, তা শব্দ ও লেখার মাধ্যমে সবার সাথে ভাগ করে নেওয়াই আমার মূল প্রচেষ্টা। এই পথচলায় আপনাদের শুভকামনা আমার অনুপ্রেরণা।