ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক: প্রেমিকা যখন বাবু

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৫৯ এএম, ০১ আগস্ট ২০২৫

উম্মে সালমা

প্রেমিকা যখন বাবু
রিক্সাওয়ালা আর প্যাসেঞ্জার—
প্যাসেঞ্জার(নবম শ্রেণির শিক্ষার্থী): (মোবাইলে) তুমি কি দেখেছো আকাশের রোদটা আজ কতটা মিষ্টি!
রিক্সাওয়ালা: হ দেখছি, কিন্তু মিষ্টি না গরমে পুইড়া যাইতাছি।
প্যাসেঞ্জার: আরে মামা আপনাকে বলছিনা আমি আমার বাবুকে বলছি।
রিক্সাওয়ালা: আরে মামা, কন কি, আপনে তো এখনো ছোট। এই ছোট বয়সে বিয়ে করে বাচ্চাও হয়ে গেলো!
প্যাসেঞ্জার: না মামা, বাবু মানে আমার গার্লফ্রেন্ড।
রিক্সাওয়ালা: সে কি ছোট এখনো বাবু ডাকছেন!

****

বন্ধুর নাতিকে মেয়ে বানানোর শখ
দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে—
১ম বন্ধু: আমার বড় হয়ে শুধু একটিই স্বপ্ন। তোর নাতনিকে আমার মেয়ে বানাবো।
২য় বন্ধু: আমার নাতনি তোরে নানা বলে ডাকবে তা হলে মেয়ে কীভাবে বানাবি!
১ম বন্ধু: আরেহ! তোর মেয়েকে বিয়ে করে।
২য় বন্ধু: আমার মেয়ে তোর মেয়ে হবে। তুই আমার মেয়েকে বিয়ে করলেও তোর মেয়ে হবে। নিজের মেয়ের মতো দেখিস।

কেএসকে/এমএস

আরও পড়ুন