ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক: বসের কাছে ছুটি চাইতে গেল মতিন, অতঃপর...

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১২ এএম, ১৭ অক্টোবর ২০২৫

বসের কাছে ছুটি চাইতে গেল মতিন, অতঃপর
মতিন: স্যার, আমার একদিনের ছুটি দরকার।
বস: বছরে ৩৬৫ দিনে প্রতি সপ্তাহে দুদিন করে ৫২ সপ্তাহে আপনি সাপ্তাহিক ছুটি পান মোট ১০৪ দিন। বাকি রইলো ২৬১ দিন। প্রতিদিন ১৬ ঘণ্টা আপনি অফিসের বাইরে কাটান। সে হিসাবে আপনি অফিসের বাইরে থাকেন মোট ১৭০ দিন। বাকি রইল ৯১ দিন। প্রতিদিন ৩০ মিনিট করে আপনাকে চা পানের বিরতি দেওয়া হয়। হিসাব অনুযায়ী, রইল বাকি ৬৮ দিন। প্রতিদিন এক ঘণ্টা করে আপনাকে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। রইল বাকি ২২ দিন। দুদিন আপনি অসুস্থতার জন্য ছুটি কাটান। রইল ২০ দিন। বছরে ১৯ দিন থাকে সরকারি ছুটি, রইল আর ১ দিন।

****

প্রেমিকাকে ট্রাই লেটার পাঠান
ভোলা মিঞাকে ফোন করেছে তার প্রেমিকা। শুরুতেই ধমক দিয়ে প্রেমিকা বললো—
প্রেমিকা: এই! মোবাইল থাকতে তুমি আমাকে চিঠি পাঠিয়েছ কেন? যদি বাবার হাতে পড়ে যেত?
ভোলা মিঞা: তোমাকে ফোন করেছিলাম তো! একটা নারী কণ্ঠ বললো, ‘প্লিজ, ট্রাই লেটার’। তাই লেটার পাঠানোর ট্রাই করলাম!

****

বিশ বছর ধরে রাস্তা এখানেই আছে
দুই ব্যক্তির কথোপকথোন।
প্রথম ব্যক্তি: ভাই, এই রাস্তাটা কোথায় গিয়েছে?
দ্বিতীয় ব্যক্তি: কেন! কোথাও যায়নি তো!
প্রথম ব্যক্তি: কেন মজা করছেন ভাই? সত্যি করে বলুন না!
দ্বিতীয় ব্যক্তি: মজা কেন করব ভাই? আমি তো বিশ বছর ধরে দেখছি, রাস্তাটা এখানেই আছে।

কেএসকে/জেআইএম

আরও পড়ুন