আজকের কৌতুক: মায়ের ঠোঁটে গ্লুস্টিক লাগিয়ে দিলো ছেলে
ছবি: সংগৃহীত
মায়ের ঠোঁটে গ্লুস্টিক লাগিয়ে দিলো ছেলে
বাবা তার ছেলেকে ডেকে খুব চিন্তিত ভঙ্গিতে বলছেন—
বাবা: প্রতিদিন সামান্য ব্যাপার নিয়ে চিৎকার করে বাড়ি মাথায় তোলে তোর মা। আজকে এত চুপচাপ বসে আছে কেন রে?
ছেলে: তেমন কিছু না বাবা। মা আমার কাছে লিপস্টিক চেয়েছিল কিন্তু আমি শুনেছি গ্লুস্টিক।
বাবা: সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক।
****
পাত্র যখন পাইলট
পাত্রীর মা: তুমি কী কাজ করো বাবা?
পাত্র: আমি পাইলট।
পাত্রীর মা: কোন সংস্থার পাইলট তুমি?
পাত্র: বিয়ে বাড়িতে রিমোট দিয়ে ড্রোন ওড়াই।
পাত্রীর মা সঙ্গে সঙ্গে বেহুঁশ!
****
ডাক্তারের জন্য কবর খুঁড়ে দেবেন
ডাক্তারের চেম্বারে একজন রোগী এসেছেন।
ডাক্তার: আপনি যদি আমার ওষুধ খেয়ে সুস্থ হন তাহলে আমাকে কী পুরস্কার দেবেন?
রোগী: স্যার, আমি খুব গরিব মানুষ।
ডাক্তার: সমস্যা নেই, আপনার যা সামর্থ্য তাই দেবেন।
রোগী: স্যার, আমি কবর খুঁড়ি, আপনারটা বিনা পয়সায় খুঁড়ে দেবো।
কেএসকে/এমএস