আজকের কৌতুক: ভিজিটের বিনিময়ে ডাক্তারের জন্য কবর খুঁড়ে দেবেন
ছবি: সংগৃহীত
ভিজিটের বিনিময়ে ডাক্তারের জন্য কবর খুঁড়ে দেবেন
ডাক্তারের চেম্বারে একজন রোগী এসেছেন।
ডাক্তার: আপনি যদি আমার ওষুধ খেয়ে সুস্থ হন তাহলে আমাকে কী পুরস্কার দেবেন?
রোগী: স্যার, আমি খুব গরিব মানুষ।
ডাক্তার: সমস্যা নেই, আপনার যা সামর্থ্য তাই দেবেন।
রোগী: স্যার, আমি কবর খুঁড়ি, আপনারটা বিনা পয়সায় খুঁড়ে দেবো।
****
শিক্ষকের কাছে ছুটি চাওয়ার উপায়
শিক্ষক: তাহলে আপনি বলতে চাচ্ছেন, আবিরের খুব জ্বর হয়েছে এবং ও আজ স্কুলে আসতে পারবে না?
এপাশ থেকে: হু!
শিক্ষক: আপনি কে বলছেন?
এপাশ থেকে: আমার আব্বু বলছি।
****
ফোনের খারাপ আবহাওয়া পাল্টে দিন
একজন নারী মোবাইল হাতে নিয়ে মোবাইলের দোকানে গেলেন।
দোকানদার: কি হয়েছে ম্যাডাম, আপনার কী সমস্যা?
নারী: আমার মোবাইলের নেটওয়ার্ক আসছে না।
দোকানদার: ম্যাডাম, এটা আবহাওয়া খারাপের জন্য হচ্ছে।
নারী: তাহলে ফোনের খারাপ আবহাওয়া পাল্টে নতুন আবহাওয়া লাগিয়ে দিন।
দোকানদারের এখনো জ্ঞান ফেরেনি।
কেএসকে/