EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : চোর দেখে লজ্জা পেলেন মালিক

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:০২ এএম, ৩০ নভেম্বর ২০২০

চোর দেখে লজ্জা পেলেন মালিক
আরাম করে ঘুমাচ্ছিলেন মফিজ। এমন সময় চোর ঢুকল তার ঘরে। ঢোকার সঙ্গে সঙ্গে মফিজের ঘুম ভেঙে গেল। তিনি পা টিপে টিপে আলমারির মধ্যে লুকিয়ে রইলেন।

চোর ঘরে চুরি করার মতো কিছু পেল না। অবশেষে আলমারিটা খুলল। ভেতরে মফিজকে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হলো-
চোর: আপনি এখানে কী করছেন ভাই?
মফিজ: ভাই, আমার ঘরে চুরি করার মতো কিছু নেই। তাই লজ্জায় এখানে লুকিয়ে আছি।

****

ভালো কাজের পুরস্কার!
নতুন বছরের প্রথম দিন মালিক বলছেন চাকরকে-
মালিক: গতবছর তুই বেশ ভালো কাজ করেছিস। এই নে ১০ হাজার টাকার চেক।
চাকর: চেকে তো সাইন করা নেই স্যার।
মালিক: এ বছর এমন ভালো কাজ করে দেখাতে পারলে আগামী বছর চেকে সই করে দেব!

****

খাটো বর পেয়ে খুশি!
এক বান্ধবী গেল অন্য বান্ধবীর বিয়েতে। গিয়ে দেখে বর বেশ খাটো। বান্ধবীর মন একটু খারাপ হয়ে গেল। ভাবলো হয়তো টাকা দেখে জোর করে তার বান্ধবীকে এমন খাটো ছেলের সাথের বিয়ে দেওয়া হচ্ছে। একপর্যায় সে কনেকে বলল-
বান্ধবী: এখনো সময় আছে, না করে দে।
কনে: না করবো কেন? আমি তো খুশি।
বান্ধবী: এতো খাটো বর পেয়েও তুই খুশি?
কনে: আরে! বিপদ যত খাটো হয় ততই মঙ্গল।

এসইউ/জেআইএম

আরও পড়ুন