ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ইবি উপাচার্যের ওপর হামলার ঘটনায় মামলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারীর ওপর হামলার ঘটনায় ঝিনাইদহের শৈলকূপা থানায় একটি ডাকাতি মামলা করা হয়েছে।

হামলার স্থান শৈলকূপা থানার মধ্যে হওয়ায় শুক্রবার বিকেল ৫টার দিকে সংশ্লিষ্ট থানায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ মামলাটি করেন মামলায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে শৈলকূপা থানার খুলনা-কুষ্টিয়া মহাসড়কের বড়দহ নামক স্থানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়িটি ডাকাতদের কবলে পড়ে। এ সময় ধারালো অস্ত্র নিয়ে হামালা করে তার গাড়িতে ভাঙচুর চালিয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়া হয়। তবে এ ঘটনায় গাড়িতে থাকা উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী ও তার গাড়িচালক ফরহাদের কোনো ক্ষতি হয়নি।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/আইআই

আরও পড়ুন