ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

আইফোনের চুক্তিতে ভর্তি হতে এসে ধরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮

সনদ, সিল মোহর, ব্যাংক স্লিপ সবই ভুয়া জাহেদুল ইসলাম জিসানের। ইচ্ছে জালিয়াতি করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হওয়ার। কিন্তু যে বিভাগে ও আইডি নম্বর দেখিয়ে ভর্তি হবেন সেখানে আগেই ভর্তি আছেন ইলোরা নামে আরেক শিক্ষার্থী। শেষ মুহূর্তে ব্যাংকে ভর্তি ফি জমা দিতে গিয়ে ধরা পড়েন জিসান।

একই নম্বরে আগেই এক শিক্ষার্থী ভর্তি হওয়ায় সন্দেহ জাগে ব্যাংক কর্মকর্তার। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা যাচাই করে জানতে পারেন জালিয়াতি করেই ভর্তি হচ্ছিলেন জিসান। সোমবার দুপুরে তাকে আটক করে সন্ধ্যায় পুলিশের নিকট সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জালিয়াতি করে ভর্তি হতে চবির দুই শিক্ষার্থীর সঙ্গে সাড়ে তিন লাখ টাকা ও আইফোনের চুক্তি হয় জিসানের। ভুয়া কাগজপত্রে ভর্তি হওয়ার চুক্তি করেন আটক ওই শিক্ষার্থী।

চবির দুই শিক্ষার্থী হলেন- ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আরবি বিভাগের সাদ্দাম হোসাইন ও আইইআর’র শিক্ষার্থী জুলকার নাইন। তারা দুজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জাগো নিউজকে বলেন, জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্রে ভর্তি হতে আসা এক ভুয়া শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহসিন মজুমদার জানান, জাহেদুল ইসলাম জিসানকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে একটি এজাহার দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আবদুল্লাহ রাকীব/আরএআর/আইআই

আরও পড়ুন