ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

শাবিপ্রবিতে কোর্স ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাবিপ্রবি | প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫

প্রথমবারের মতো কোর্স ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ অথবা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষার্থীদের কোর্স ইমপ্রুভমেন্ট পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট থেকে কোর্স রেজিস্ট্রেশন ফরম (হার্ডকপি) সংগ্রহ করে। সেটি পূরণপূর্বক সোনালী ব্যাংকের হিসাব নং এসটিডি-৬ এ নিয়মিতহারে প্রতি ক্রেডিট তত্ত্বীয় ফি ১২০ টাকা হারে জমা দিয়ে ফরমসহ রশিদ আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে বিভাগ অথবা ইনস্টিটিউট এ জমাদান সম্পন্ন করতে হবে।

শর্তে বলা হয়েছে, যে সব শিক্ষার্থী কোনো কোর্সে বি- (২ দশমিক ৭৫) গ্রেড বা তার কম পাবে শুধু তারাই ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ পাবে। এমনকি একজন শিক্ষার্থী কেবল একবারই সর্বোচ্চ দুইটি তত্ত্বীয় কোর্সে ইমপ্রুভমেন্ট দিতে পারবেন বলে আবেদন শর্তে উল্লেখ করা হয়েছে।

নাঈম আহমদ শুভ/আরএইচ/জিকেএস