ববি’র ১৬ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টারের উপর হামলা ও কক্ষের আসবাপত্র ভাঙচুরের ঘটনায় ১৬ ছাত্রের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সিন্ডিকেট সভা থেকে।
রোববার রাত সোয়া ৮টার দিকে ববি’র লিয়াঁজো অফিস রাজধানীর কলাবাগানে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
হামলা-ভাঙচুর ও মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ও পর্যালোচনা কমিটির প্রতিবেদন এবং সুপারিশের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিন্ডিকেট সভার সদস্য বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক জানান, গত ৫ জুন ববি’র সহকারী রেজিস্টার বাহা উদ্দিন গোলাপসহ তিন স্টাফকে মারধর ও অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুরের দায়ে ৩ ছাত্রকে আজীবন বহিষ্কার, ৪ ছাত্রকে ২ বছরের জন্য এবং ৯ ছাত্রকে ১ বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজীবন বহিষ্কৃত ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের এনামুল হক মনি, মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের আল মামুন ও অর্থনীতি তৃতীয় বর্ষের সাইদুল ইসলামের নাম জানাতে পারলেও বাকিদের নাম তিনি বলতে পারেননি।
এ বিষয়ে সিন্ডিকেট সভায় উপস্থিত সদস্য অধ্যক্ষ মো. হানিফ জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, সিন্ডিকেট সভায় উপস্থিত সকল সদস্যই একমত পোষণ করে এই ব্যবস্থা নিয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদের সভাপতিত্বে এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।