ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

অনলাইনে দেওয়া যাবে ঢাবির ভর্তি ফি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাবি | প্রকাশিত: ০২:৩১ এএম, ১৪ মে ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির সময় শিক্ষার্থীরা বিভাগ বা ইনস্টিটিউট ও হলের জামানতসহ বিভিন্ন ফি দেওয়ার ক্ষেত্রে অনেক সময় বিড়ম্বনার শিকার হন। শিক্ষার্থীদের বিড়ম্বনা ও ভোগান্তি নিরসনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়েছে। চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা অনলাইনে অথবা নিজ নিজ বিভাগ বা ইনস্টিটিউট বা হল অফিসে এসব জামানত ও ফি’র টাকা জমা দিতে পারবেন।

গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অনলাইনে ভর্তি ফি প্রদান সংক্রান্ত এক সভার সুপারিশের আলোকে সম্প্রতি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে প্রথমবারের মতো এমন উদ্যোগ নিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের আগের মতো লম্বা লাইনে দাঁড়িয়ে ব্যাংকে ফি জমা দেওয়ার ভোগান্তি পোহাতে হবে না। শিক্ষার্থীরা ভর্তি ও অন্যান্য ফি সংক্রান্ত যাবতীয় তথ্য অনলাইনে ভর্তির ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি ও ই-মেইলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট ও হলকে এ বিষয়ে প্রয়োজনীয় নিতে বলা হয়েছে।

এফএআর/কেএসআর