ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

‘গণধর্ষণের’ হুমকি দেওয়া আলীর রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ মেলেনি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী বি এম ফাহমিদা আলমকে নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ার ঘটনায় অভিযুক্ত আলী হুসেনের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে তদন্ত কমিটি।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা যাচাইয়ে গঠিত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা তার (আলী হুসেনের) রাজনৈতিক সম্পৃক্ততার কোনো প্রমাণ পাইনি। স্বীকারোক্তিতেও তিনি জানিয়েছেন, তার কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পর্ক নেই। এছাড়া আমাদের কাছে এমন কোনো তথ্যও মেলেনি, যা থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।

আরও পড়ুন

সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া আরও বলেন, আলী হুসেনের কয়েকটি ছবি ও স্ট্যাটাসকে কেন্দ্র করে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও তিনি সেসব বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও গণধর্ষণের হুমকি দেওয়ার দায়ে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রক্টরিয়াল তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এ শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলী হুসেনের পুরোনো কিছু ছবি ও পোস্টের সূত্র ধরে তাকে ছাত্রদল ও ছাত্রশিবিরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।

এফএআর/কেএসআর/এমএস