নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে রাবিতে ছাত্রী সংস্থার মানববন্ধন
মানববন্ধনে ছাত্রী সংস্থার নেতাকর্মীরা
গাজীপুরের কালিয়াকৈরে শিশু ধর্ষণের ঘটনাসহ ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করেন তারা। এসময় তাদের হাতে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে জুলাই-৩৬ হলের নবনির্বাচিত সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক এবং ছাত্রী সংস্থার কর্মী ফাতেমাতুস সানিহা বলেন, ‘দেশে ১০ মাসে চার হাজার ১০৫টি ধর্ষণ মামলা হয়েছে। এরমধ্যে বেশিরভাগ মামলারই সুষ্ঠু বিচার হয়নি। কালিয়াকৈরে যে ১৩ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, সে একজন মাদরাসাছাত্রী। সে কোনো মিডিয়া হাইপ পায়নি। তার ধর্ষকেরও কোনো বিচার হয়নি। নরসিংদীতে ১৪ বছরের এক শিশুকে সাত দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছিল, তারও কোনো বিচার হয়নি। আমরা নারীদের আসলে কোনো জায়গায় নিরাপত্তা নেই।’

বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ। সেখানে মনে হচ্ছে মুসলিম পরিচয়টাই বোঝা হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ছাত্রী সংস্থার রাবি শাখার রহমতুন্নেসা হল শাখার সহ-নেত্রী সাইফুন নাশীদা।
তিনি বলেন, ‘আমরা মনে করি ধর্ষকের কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয় নেই। যখন কোনো ধর্ষক ধর্মীয় পরিচয় দিয়ে ঘটনাটি আড়াল করতে চায়, আমরা মনে করি সে একজন কুচক্রী লোক। কালিয়াকৈরে যে ঘটনাটা ঘটেছে সেটা বলা হচ্ছে প্রেমেরে সম্পর্ক। প্রেমের সম্পর্ক হলেই কি বিচার হবে না?’
মানববন্ধনে ইসলামী ছাত্রী সংস্থা রাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনির হোসেন মাহিন/এসআর/এএসএম