ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ভূমিকম্প সতর্কতা

ঢাবি ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১১:১১ পিএম, ২২ নভেম্বর ২০২৫

আবাসিক হলগুলোর কাঠামোগত ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ অবস্থায় রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে সব আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাত ৯টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান প্রকৌশলী অংশ নেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী আফটারশকের কারণে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তাদের সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতামত বিশ্লেষণ করে জানা যায়, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে আবাসিক হলগুলোতে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা ও সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন অত্যাবশ্যক। সম্ভাব্য সংস্কারকাজ পরিচালনার সুবিধার্থে হলগুলো খালি করা প্রয়োজন বলেও মত দেন তারা।

এ কারণে রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে সব আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এফএআর/ইএ

টাইমলাইন

  1. ০২:১৫ এএম, ২৩ নভেম্বর ২০২৫ ভিকারুননিসার সব শ্রেণির রোববারের বার্ষিক পরীক্ষা স্থগিত
  2. ০১:৪২ এএম, ২৩ নভেম্বর ২০২৫ ভূমিকম্প আতঙ্ক: রোববার জবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত
  3. ১১:১১ পিএম, ২২ নভেম্বর ২০২৫ ঢাবি ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
  4. ০৯:৪৯ পিএম, ২২ নভেম্বর ২০২৫ ঢাবির ঝুঁকিপূর্ণ হল পরিদর্শন করবে বুয়েটের বিশেষজ্ঞ দল
  5. ০৯:৩৮ পিএম, ২২ নভেম্বর ২০২৫ দুইদিনে চারবার, সামনে আরও বড় ভূমিকম্পের আশঙ্কা বিশেষজ্ঞদের
  6. ০৯:৩২ পিএম, ২২ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের জেরে ঢাবিতে রোববার ক্লাস-পরীক্ষা স্থগিত
  7. ০৮:৩৪ পিএম, ২২ নভেম্বর ২০২৫ পশুপাখি কি ভূমিকম্প আগাম টের পায়?
  8. ০৮:০৭ পিএম, ২২ নভেম্বর ২০২৫ সন্ধ্যায় ঢাকা ও আশপাশে দুইবার ভূমিকম্প
  9. ০৭:৫৬ পিএম, ২২ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে ঢাবির হল থেকে দৌড়ে নামতে গিয়ে আহত ৩ ছাত্রী
  10. ০৭:৫৫ পিএম, ২২ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের পর ‘আফটারশক’ কেন হয়, কতবার হতে পারে?
  11. ০৭:০৩ পিএম, ২২ নভেম্বর ২০২৫ পুরান ঢাকায় ভূমিকম্প: ঘর ছাড়লে নিরাপত্তা, নাকি নতুন ঝুঁকি?
  12. ০৬:৫০ পিএম, ২২ নভেম্বর ২০২৫ সকালে নরসিংদী, সন্ধ্যায় ভূমিকম্পের উৎপত্তি ঢাকার বাড্ডায়
  13. ০৬:১৩ পিএম, ২২ নভেম্বর ২০২৫ ঢাকায় সকালের পর সন্ধ্যায় ফের ভূমিকম্প