ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাবি | প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৪ নভেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যমুনা ভবনের পেছনে এক্সটেনশনে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ঢাবির বিজয় একাত্তর হলে আজ সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাই আমরা। ‌খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ‌ঘটনাস্থলের খুব কাছাকাছি আছে ইউনিটগুলো।

আরও পড়ুন

ঢাবি ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
ঢাবির ঝুঁকিপূর্ণ হল পরিদর্শন করবে বুয়েটের বিশেষজ্ঞ দল

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের পলাশী জোন কমান্ডার মো. এনামুল হক বলেন, আমরা ৬টা ৩০ এর দিকে সম্পূর্ণভাবে আগুন নেভাতে সক্ষম হই। কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, দোকানে রান্না চলছিল। গ্যাসের সিলিন্ডারের লাইন পরিবর্তন করার পর সেখানে লিকেজ থেকে যাওয়ায় চুলার সংস্পর্শে সেটি জ্বলে উঠে। গ্যাস হওয়ায় দ্রুতই আগুন ছড়িয়ে যায়।

এমএইচএ/এএমএ