ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শহীদ বুদ্ধিজীবী দিবস

ঢাবিতে রাজাকার ‘ঘৃণাস্তম্ভে’ জুতা নিক্ষেপ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ‘ঘৃণাস্তম্ভে’ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১টা থেকে ডাকসু ভবনের পাশে থাকা রাজাকারাদের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, ‘রাজাকার ঘৃণাস্তম্ভ’ লেখা সম্বলিত একটি স্তম্ভ লক্ষ্য করে শিক্ষার্থীরা জুতা নিক্ষেপ করছেন।

ঢাবিতে রাজাকার ‘ঘৃণাস্তম্ভে’ জুতা নিক্ষেপ

আবার আয়োজকরা জুতা নিক্ষেপকারীদের জন্য পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছে। যদি কেউ জুতা ঘৃণাস্তম্ভে সঠিকভাবে নিক্ষেপ করতে পারেন, তাকে একটি করে পুরস্কার দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
গোলাম আযম, কাদের মোল্লার ছবি মুছে দিলো হল প্রশাসন

পাশে একটি হোয়াইটবোর্ডে লেখা রয়েছে ‘নিঃশব্দ ঘৃণা’ । সেখানে শিক্ষার্থীরা রাজাকারদের প্রতি ধিক্কার জানিয়ে বিভিন্ন কথা লিখছেন।

ঢাবিতে রাজাকার ‘ঘৃণাস্তম্ভে’ জুতা নিক্ষেপ

একজন লিখেছেন, ‘রাজাকার, go to Pakistan’ । অন্য একজন লিখেছেন, গণহত্যার সমর্থনকারীরা কীভাবে রাজনীতি করে?

হাসান হাবীব নামে এক শিক্ষার্থী জানান, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এবং তাদের ঘাতকদের ঘৃণাভরে স্মরণ করতে এই উদ্দ্যোগ নেওয়া হয়েছে।

এফএআর/এসএনআর/এএসএম