রাবিতে `বাংলাদেশ লাইভ স্টক জার্নাল`র মোড়ক উন্মোচন
বাংলাদেশ লাইভ স্টক সোসাইটি প্রকাশিত Bangladesh Livestock Journal (বাংলাদেশ লাইভ স্টক জার্নাল)-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভিসির কনফারেন্স রুমে এটির প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।
এনিমেল হাজবেন্ড্রী অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, জার্নালের প্রধান সম্পাদক প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. খালেকুজ্জামান, প্রক্টর প্রফেসর মো. তারিকুল হাসান, জার্নালের নির্বাহী সচিব এনিমেল হাজবেন্ড্রী অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের প্রফেসর মো. জালাল উদ্দিন সরদার, বিভাগের সভাপতি ড. কে এম মোজাফ্ফর হোসেন প্রমুখ ।
উল্লেখ্য, বার্ষিক এই জার্নালটির এ সংখ্যায় ১১টি প্রবন্ধ ও ৩টি সায়েন্টিফিক নোট স্থান পেয়েছে। জার্নালটি অনলাইনেও দেখা যাবে বলে জানানো হয়েছে।
এমএএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ চবিতে ছাত্রদল-শিবির মুখোমুখি, মূল গেটের বাইরে বহিরাগতদের অবস্থান
- ২ চাকসুর ভিপিকে অশ্রাব্য ভাষায় গালি দিলেন চবি ছাত্রদল সেক্রেটারি
- ৩ প্রো-ভিসির পদত্যাগ দাবি, প্রশাসনিক ভবনে ছাত্রদল-বামপন্থিদের তালা
- ৪ নিয়ন্ত্রণহীন চলন্ত সিঁড়ি, আতঙ্কে ব্র্যাকের শিক্ষার্থীরা
- ৫ ছাত্রদলের প্যানেলে ‘মুক্তিযুদ্ধ পদ’ ফাঁকা, নারী প্রার্থী একজন