মাভাবিপ্রবির ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ‘সি’ ও বিকেলে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৮৪৬টি আসনের জন্য মোট ৬৬ হাজার ৭৩২ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে। শনিবার সকালে ও বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ৪৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের আশ পাশে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. পিনাকী দে, রেজিস্ট্রার ড. ইঞ্জি. মোহা. তৌহিদুল ইসলাম প্রমুখ কেন্দ্র পরিদর্শন করেছেন।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়, পুলিশ ও জেলা প্রশাসন কাজ করছে। পরীক্ষায় জালিয়াতি ধরা পড়লে আইনের আওতায় আনা হবে। প্রথম দিনে দুইটি ইউনিটের পরীক্ষা সু-শৃঙ্খল পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আরিফ উর রহমান টগর/এআরএ/আরআইপি