সমকামীতার অভিযোগে ঢাবি হল থেকে ছাত্রলীগ নেতা বহিষ্কার
সমকামীতার অভিযোগে নিজ দলের এক নেতাকে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। বুধবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগের ঐ নেতার নাম এস এম সনেট। তিনি এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন মঙ্গলবার দিবাগত রাতে সনেটকে হলের গেস্টরুমে ডাকেন। গেস্টরুমে সবার সামনে সনেট ঘটনার সত্যতা স্বীকার করেন এবং কান্নাকাটি করে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কাছে ক্ষমা চান। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় রুহুল আমীনের গ্রুপের নেতাকর্মীরা তাকে হল থেকে বের করে দেয়।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই সনেট ফেসবুকে ঐ ছাত্রকে সমকামীতার প্রস্তাব দিয়ে আসছিল। অভিযোগকারী ছাত্রের ফেসবুক ইনবক্স চেক করে অভিযোগের বিষয়ে নিশ্চিত হন ছাত্রলীগ নেতারা। এরপরই সবার সামনে স্বীকারোক্তি নিয়ে তাকে হল থেকে বের করে দেন তারা।
সনেট এর আগেও ১ম ও ২য় বর্ষের বেশ কয়েক জন ছাত্রকে বিভিন্ন সময় সমকামীতার জন্য প্ররোচিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীনের সাথে মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এসআরজে
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ চবিতে ছাত্রদল-শিবির মুখোমুখি, মূল গেটের বাইরে বহিরাগতদের অবস্থান
- ২ চাকসুর ভিপিকে অশ্রাব্য ভাষায় গালি দিলেন চবি ছাত্রদল সেক্রেটারি
- ৩ প্রো-ভিসির পদত্যাগ দাবি, প্রশাসনিক ভবনে ছাত্রদল-বামপন্থিদের তালা
- ৪ নিয়ন্ত্রণহীন চলন্ত সিঁড়ি, আতঙ্কে ব্র্যাকের শিক্ষার্থীরা
- ৫ ছাত্রদলের প্যানেলে ‘মুক্তিযুদ্ধ পদ’ ফাঁকা, নারী প্রার্থী একজন