বৃত্তি পেলেন ঢাবির ৫ কৃতি শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভিন্ন পরীক্ষায় অসাধারণ ফলাফল করায় পাঁচ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া সহ-শিক্ষা কার্যক্রমে অসামান্য নৈপুণ্য প্রদর্শনের জন্য পুরস্কৃত করা হয়েছে আরও ৫৭জন শিক্ষার্থীকে।
সোমবার বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত নবীনবরণ ও অগ্রায়ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এছাড়া সহকারী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন।
একে/আরআই
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ চবিতে ছাত্রদল-শিবির মুখোমুখি, মূল গেটের বাইরে বহিরাগতদের অবস্থান
- ২ চাকসুর ভিপিকে অশ্রাব্য ভাষায় গালি দিলেন চবি ছাত্রদল সেক্রেটারি
- ৩ প্রো-ভিসির পদত্যাগ দাবি, প্রশাসনিক ভবনে ছাত্রদল-বামপন্থিদের তালা
- ৪ নিয়ন্ত্রণহীন চলন্ত সিঁড়ি, আতঙ্কে ব্র্যাকের শিক্ষার্থীরা
- ৫ ছাত্রদলের প্যানেলে ‘মুক্তিযুদ্ধ পদ’ ফাঁকা, নারী প্রার্থী একজন