ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

নোবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন স্থগিত

প্রকাশিত: ০২:৪৯ এএম, ০৭ মার্চ ২০১৭

অনিবার্য কারণে নোয়াখালী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন স্থগিত করা হয়েছে। সমাবর্তন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিবন্ধনসহ সকল কার্যক্রমও স্থগিত করা হয়েছে। সমাবর্তনের তারিখ এবং নিবন্ধনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।                

সোমবার রাতে নোবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।    

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ আগামী ৩০ মার্চ ২০১৭ নির্ধারণ করা হয়েছিল। এর নিমিত্তে নিবন্ধনের তারিখ ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০১৭ পর্যন্ত ঘোষণা করা হয়।

সমাবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nstu.edu.bd থেকে বিস্তারিত জানা যাবে।

মিজানুর রহমান/আরএআর/পিআর