ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

গার্হস্থ্য অর্থনীতি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: ১০:৫৬ এএম, ১১ মার্চ ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজকে বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
 
রাজধানীর নিউমার্কেট মোড়ে শনিবার বেলা দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। অবরোধের কারণে মিরপুর রোড, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেটের ১ নম্বর গেটের পাশের রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
 
এর আগে সকাল ৮টা থেকে ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
 
আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, অনেক দিন ধরে তারা গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে আন্দোলন করছেন। এর আগেও একাধিকবার ইনস্টিটিউট করার দাবিতে আন্দোলন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানকে ইনস্টিটিউটের আওতায় আনতে হলে সহশিক্ষা কার্যক্রম চালু করতে হবে। পরে সহশিক্ষা কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।  

শিক্ষার্থীরা বলেন, স্মারকলিপি দেয়ার সময় তাদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাই তারা রাস্তায় নেমেছেন।
 
আন্দোলনকারী শিক্ষার্থী শামীমা সোমা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আগামী সোমবার থেকে লাগাতার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। একই সঙ্গে সব ধরনের প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।

তিনি বলেন, দাবি আদায়ে প্রয়োজনে আমরা শিক্ষা মন্ত্রণালয়ও ঘেরাও করবো। এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে বাধ্য হবো।

এমএইচ/এমএআর/জেআইএম

আরও পড়ুন