ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

সিঙ্গাপুর এয়ারলাইন্সে ছাড় পাবেন ঢাবি শিক্ষকরা

প্রকাশিত: ০২:২৫ এএম, ০৬ এপ্রিল ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেডের মধ্যে বুধবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ ঢাবির শিক্ষক, কমকর্তা-কর্মচারী এবং তাদের স্ত্রী-সন্তানদের ঢাকা-সিঙ্গাপুর ও ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশ ভ্রমণে উড়োজাহাজের ভাড়ার ক্ষেত্রে ডিসকাউন্ট দেবে। তবে ডিসকাউন্ট সুবিধাপ্রাপ্তদের তালিকা ঢাবি কর্তৃপক্ষ সরবরাহ করবে।

ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেডের জেনারেল ম্যানেজার টুই মিন ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

উপাচার্য লাউঞ্জে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম প্রমুখ।

এমএইচ/এসআর/আরআইপি

আরও পড়ুন