ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ইবি শিক্ষকের অডিও ফাঁসের তদন্তে দুজন বিশেষজ্ঞ নিয়োগ

প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১১ এপ্রিল ২০১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক সভাপতি রুহুল আমিনের শিক্ষক নিয়োগের বাণিজ্য সংক্রান্ত অডিও ফাঁসের ঘটানা তদন্তে আরও দুজন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তদন্তের কমিটির চাহিদানুযায়ী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী একজন আইন বিশেষজ্ঞ এবং একজন কন্ঠস্বর বিশেষজ্ঞ নিয়োগ দেন।

আইন বিশেষজ্ঞ হিসেবে বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগের অধ্যাপক শাহজাহান মন্ডল এবং অডিও রেকর্ডের কন্ঠস্বর বিশেষজ্ঞ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেকুজ্জামানকে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে ওই শিক্ষকের অডিও ফাঁসের ঘটনায় গত ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সিনিয়র অধ্যাপক রুহুল কে এম সালেহকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তপন কুমার জোদ্দার এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম।

তদন্ত কমিটির চাহিদানুযায়ী নতুন যুক্ত হওয়া ওই দুই সদস্য তদন্ত কমিটিকে সাহায্য করার জন্য নতুন করে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও তারা ১৫ দিন সময় বৃদ্ধির আবেদন জানালে সাতদিনের সময় বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক রুহুল কে এম সালেহ জাগো নিউজকে বলেন, নিরপেক্ষ তদন্তের জন্য কিছুটা সময়ক্ষেপণ হচ্ছে। তদন্তের সুবিধার্থে আরও দুজন সদস্য আমরা পেয়েছি। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য সম্পূর্ণ নিরপেক্ষ প্রতিবেদন এবং সুপারিশ জমা দিতে সক্ষম হবো।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/এমএস