ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ইবির বায়োটেকনোলজি বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০১ এএম, ০৩ মে ২০১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনাতয়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মিন্নাতুল করীম আকন্দের সঞ্চালনায় এবং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক নিলুফা আখতার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এবং একই বিভাগের অধ্যাপক আনোয়ারুল হক। নবীন বরণ, প্রবীণ বিদায় এবং আলোচনা সভার পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/এমএস