ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবিতে ছাত্রী লাঞ্ছনার অভিযোগ

প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২১ মে ২০১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে লাঞ্ছিত করা ও তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

একই বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের  ছাত্র তানভীর রায়হান, আল আমিন ও কামরুলের বিরুদ্ধে রোববার
বিকেলে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী।

জানা যায়,  গত সপ্তাহে রসায়ন বিভাগের দশম ব্যাচের এক ছাত্র ও প্রাণীবিদ্যা বিভাগের ১২তম ব্যাচের এক ছাত্রীকে অপ্রীতিকর অবস্থায় আটক করেন রসায়ন বিভাগের একজন শিক্ষক।

ওই ঘটনার রেশ ধরে তানভীর মনোবিজ্ঞান বিভাগের নবম ব্যাচের দুই ছাত্রকে ও এক ছাত্রীকে অভিযুক্ত করেন এবং ওই ছাত্রীর নামে অপপ্রচার শুরু করেন। একপর্যায়ে তানভীর ও তার দুই বন্ধু বিভাগের নবম ব্যাচের মোস্তাক ও মন্টি নামে দুই ছাত্রকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় ওই ছাত্রীকেও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে রোববার এ ঘটনায় ওই ছাত্রী প্রক্টর অফিসে অভিযোগ করেন। অভিযোগপত্রে ঘটনার সাক্ষী হিসেবে মন্টি ও মোস্তাকের স্বাক্ষর রয়েছে।

ওই ছাত্রী জানান, তাকে ও বিভাগের দুই সিনিয়র ছাত্রকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। ফলে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে জবির প্রক্টর ড. নুর মোহাম্মদ জাগো নিউজকে বলেন, অভিযোগ পেয়েছি। ব্যস্ততার কারণে পড়তে না পারায়, সহকারী প্রক্টর শাহিন মোল্লার কাছে দিয়েছি।

এ বিষয়ে জানতে সহকারী প্রক্টর শাহীন মোল্লাকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

এসএম/এসআর