ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

‘ব্র্যাক অন্বেষা’র গ্রাউন্ড স্টেশন উদ্বোধন

প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২৫ মে ২০১৭

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি দেশের প্রথম ক্ষুদ্র স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষা’র গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করা হয়েছে।  ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চার নম্বর ভবনের ছাদে গ্রাউন্ড স্টেশনটি স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ আনুষ্ঠানিকভাবে গ্রাউন্ড স্টেশনটির উদ্বোধন করেন। গ্রাউন্ড স্টেশনটি স্থাপনের মধ্য দিয়ে পরিপূর্ণভাবে কাজ করতে দলটি প্রস্তুত। আগামী মাসে এটি মহাকাশে উৎক্ষেপণের কথা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে স্যার ফজলে হাসান আবেদ গবেষণায় সরকারি সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, দেশে প্রচুর সম্ভাবনা রয়েছে, যাকে কাজে লাগাতে হবে।

আয়োজকরা জানান, স্যাটেলাইটটির মূল কাজ হবে গবেষণায়। দুর্যোগের পূর্বাভাস ও উচ্চমানের ছবি পাঠাতে সক্ষম হবে ব্র্যাক অন্বেষা। বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি, রায়হানা শামস ইসলাম অন্তরা এবং মাইসুন ইবনে মনোয়ার জাপানের কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজিতে ন্যানো স্যাটেলাইটটি তৈরি করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এএস/এমআরএম/আরআইপি

আরও পড়ুন

বিজ্ঞাপন