অর্থ আত্মসাতের দায়ে ইবি কর্মচারী গ্রেফতার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী হাফিজুর রহমান অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার হয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে বিশ্ববিদ্যালয় থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
বিশ্ববিদ্যালয় ও থানা সূত্রে জানা যায়, হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের চতুর্থ শ্রেণির কর্মচারীর দায়িত্ব পালন করে আসছিলেন।
তার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাসহ কয়েকটি থানায় মামলা আছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
হাফিজুর রহমান বিভিন্ন জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পদে চাকরি দেয়ার নাম করে ঘুষ হিসেবে টাকা নেয়। চাকরি না দিতে পারায় পাওনাদাররা তাকে টাকার জন্য চাপ দিলে সে তাদের ব্লাঙ্ক চেক দেয়।
এরই প্রেক্ষিতে ওই পাওনাদার তার বিরুদ্ধে মামলা করলে আদালত তার অনুপস্থিতিতে তাকে এক বছরের সাজা দেয় এবং একই মামলায় ওয়ারেন্ট জারি করে।
বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে এক বছরের সাজা ও ২২ লাখ ৫০ হাজার টাকার অর্থ আত্মসাতের অভিযোগে কোর্ট থেকে ওয়ারেন্টের ভিত্তিতে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়েই গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জাগো নিউজকে বলেন, আদালত তাকে দোষী হিসেবে সাজা দিলে আমি কোর্ট থেকে জামিন নেয়ার পরামর্শ দিয়ে একমাস সময় দিয়েছি। কিন্তু বেঁধে দেয়া সময় অতিবাহিত হলেও সে জামিন নেয়নি। তাই বাধ্য হয়ে গ্রেফতারের অনুমতি দিয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী জাগো নিউজকে বলেন, বিষয়টি আমি অবগত। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবির আবাসন সংকট সমাধানকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি
- ২ শাকসু নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের সব ক্লাস-পরীক্ষা বর্জন
- ৩ নির্বাচনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান আন্দোলনকারীদের
- ৪ ঢাবিতে পোষাপ্রাণীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান ‘পেট কার্নিভাল’
- ৫ দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকায় জাবি ছাত্রদলের ৩৩ জনকে শোকজ