রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ
সাম্প্রতিক সময়ে সারা দেশে নারী লাঞ্ছনা, নির্যাতন, গণধর্ষণ, হত্যার ঘটনাই প্রমাণ করে রাষ্ট্র নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা।
তারা বলেন, রাষ্ট্রের পুলিশ আজ নিপীড়কের ভূমিকা পালন করছে। যদি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হতো তাহলে সর্বশেষ ২১ মে রাজধানীতে আমাদের আদিবাসী বোনটি ধর্ষিত হতো না।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টি এস সি) সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ মন্তব্য করেন তারা।
বক্তারা বলেন, রাষ্ট্রের জবাবদিহিহীনতা ও বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকায় অপরাধীরা বার বার পার পেয়ে যাচ্ছে। অন্যদিকে আদিবাসীসহ সকল নারীর উপর হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মহোৎসব চলছে। যৌন সন্ত্রাসীরা আজ আদিবাসী নারীদের দুর্বল মনে করে নির্যাতন করেও নিজেদের নিরাপদ মনে করছে। এমতাবস্থায় সরাকারের উচিত আদিবাসীসহ দেশের সকল নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। নতুবা শিগগিরই এই রাষ্ট্রটি একটি নিপীড়ক রাষ্ট্রে পরিণত হবে।
বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত বিকাশ ধামাই এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার, গারো স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপুল চিরান প্রমূখ।
এর আগে একটি বিক্ষোভ মিছিল ঢাবি অপরাজেয় বাংলা থেকে শুরু করে শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এমএইচ/এসকেডি/পিআর