ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

পাবিপ্রবি শিক্ষকের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৮ এএম, ৩০ জুলাই ২০১৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিজ্ঞান অনুষদের ডিন রাশেদ কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, রাশেদ কবিরের অকাল মৃত্যু অনাকাঙ্খিত ও বেদনার। তার মৃত্যুতে এ বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষককে হারাল।

শিক্ষামন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার রাতে পাবনার সাঁথিয়ায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন রাশেদ কবির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

এমএইচএম/এসআর/এমএস

আরও পড়ুন