ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ঘুষ নেয়ার সময় হাতেনাতে ধরা, ইবি কর্মচারীকে ওএসডি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০১:৩৬ পিএম, ৩১ জুলাই ২০১৭

উৎকোচ গ্রহণের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের মাদরাসা শাখার এক তৃতীয় শ্রেণির নিম্নমান সহকারী কর্মচারীকে ওএসডি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একই সঙ্গে তার বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের কর্মচারী আসলাম আলী উৎকোচ গ্রহণের সময় হাতে নাতে ধরা পড়েন।

এ ঘটনায় তাকে কর্মক্ষেত্র থেকে ওএসডি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

কমিটির অন্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা অফিসের পরিচালক আলী হাসানকে সদস্য এবং উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাসকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম. আব্দুল লতিফ বলেন, উৎকোচ গ্রহণের সময় হাতে নাতে ধরা পড়ায় আসলামকে ওএসডি এবং তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/এমএস