আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় ইবি চ্যাম্পিয়ন
এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) চ্যাস্পিয়ন হয়েছে। শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদারের উপস্থিতিতে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে হাজার হাজার দর্শকরা এ খেলা উপভোগ করেন। খেলার প্রথমার্ধেই ইবির মেহেদী হাসান গোল করে দলকে এগিয়ে নেন। উত্তেজনাপূর্ণ খেলার বাকি সময়ে কয়েকটি সুযোগ সৃষ্টি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলের জয় নিয়েই আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ইসালামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার, উপ-উপাচার্য প্রফেসর ড. শাহীনুর রহমান উপস্থিত ছিলেন।
গত ২৪ মে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। এতে দেশের ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
আল-মামুন সাগর/এআরএ/আরআই