ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

শহীদ রিমু’র স্মরণে ইবিতে ছাত্রমৈত্রীর মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭

শহীদ জুবায়ের চৌধুরী রিমু’র ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী।

মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে থেকে শুরু হয়ে মিছিলটি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় তারা শহীদ রিমু’র স্মরণে ১মিনিট নিরবতা পালন করে। পরে মিছিলটি দলীয় টেন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

জানা যায়, ১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হাতে খুন হন মেধাবী ছাত্রনেতা জুবায়ের চৌধুরী রিমু। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী রাষ্ট্রধর্ম বিল বাতিল, ধর্ম নিরপেক্ষ সংবিধান ও বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি নিশ্চিত করণ সহ কয়েক দফা দাবিতে মিছিল ও সমাবেশ করে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর আহ্বায়ক মোরশেদ হাবীবের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেয় যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান জুবায়ের, আব্দুর রউফ, কুষ্টিয়া জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাকিব প্রমুখ।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/এমএস