ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ইবিতে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধুর ম্যুরাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইবি | প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২৪ অক্টোবর ২০১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো স্থাপিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। ইতোমধ্যেই ম্যুরালটির নির্মাণ কাজের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী। প্রশাসনের এ কাজকে সাধুবাদ জানিয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে ছাত্রলীগসহ প্রগতিশীল শিক্ষক সমাজ।

বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলের নকশায় এটি নির্মিত হচ্ছে। ২৮ ফুট দৈর্ঘ্য এবং ১৫ ফুট প্রস্থের সুবিস্তৃত বেদীর উপর ২৭ ফুট উচ্চতার এ ম্যুরালটি নির্মিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকেই সুদৃশ্য এবং সুবিস্তৃত ডায়না চত্বরের সম্মুখে সবার আগে চোখে পড়বে এ ম্যুরাল। এটি নির্মাণে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ টাকা। এটি নির্মাণে সমস্ত ব্যয় দুইজন ব্যবসায়ী বহন করছেন।

ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম জাগো নিউজকে বলেন, এ বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার, শহীদ স্মৃতিসৌধ এবং মুক্তবাংলা ছাত্রলীগের আন্দোলনের ফলেই প্রতিষ্ঠিত হয়েছে। এ সরকার ক্ষমতারয় আসার পরে থেকেই ছাত্রলীগ বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের দাবি জানিয়ে আসছে। অনেকদিন পরে হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছায় আমাদের সে দাবি পূরণের পথে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান জাগো নিউজকে বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল কেবলমাত্র একটি ম্যুরাল নয় এটি আমাদের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের প্রতীক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতেই আমাদের এ প্রয়াস।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী জাগো নিউজকে বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন বিশ্ববিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের একটি দাবি ছিল। তাই আসন্ন চতুর্থ সমাবর্তন উপলক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/আরআইপি