চবিতে ভর্তি জালিয়াতি চক্রের দুই সদস্য আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আগে ভর্তি জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়। আটকদের বায়েজীদ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বায়েজীদ থানা পুলিশের উপ-পরিদর্শক রুবেল জাগো নিউজকে জানান, আটক দুইজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী । এদের মধ্যে একজনকে বায়োজীদ থানা এলাকা থেকে ডিভাইসসহ আটকের পর তার মোবাইল কলের সূত্র ধরে সন্দেহভাজন হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে আরেকজনকে আটক করা হয়। তবে তাদের নাম প্রকাশে অপারগতা জানান তিনি।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ।
আবদুল্লাহ রাকীব/আরএআর/এমএস