পুলিশের নামে ভর্তিচ্ছুদের কাছে চাঁদাবাজি, আটক ২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা চলাকালীন ভর্তিচ্ছুদের যানবাহন থেকে পুলিশের নামে চাঁদাবাজি করার সময় বহিরাগত দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- হাটহাজারীর লালিয়ার হাটের আবদুর রহমান বাপ্পী ও খিল্লা পাড়ার শফিক।
প্রত্যক্ষদর্শী চবি শিক্ষার্থী আবদুল মোকাদ্দীম জাগো নিউজকে জানান, বিশ্ববিদ্যালয়গামী প্রতিটি গাড়ি থেকে ১০ টাকা করে চাঁদা নিচ্ছিলেন দুই যুবক। এই টাকা পুলিশকে দিতে হবে বলে দাবি করে তারা।
এ বিষয়ে হাটহাজারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবলু জিয়া উদ্দিন জাগো নিউজকে বলেন, পুলিশের নামে আটকরা প্রতি গাড়ি থেকে ১০ টাকা চাঁদা আদায় করছিল। খবর পেয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আবদুল্লাহ রাকীব/আরএআর/আইআই