ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

যার মনে যা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৩:০৩ এএম, ২৭ অক্টোবর ২০১৭

ফেসবুকে নিজ একালার রাজনৈতিক পরিবেশ নিয়ে একটি স্ট্যাটাস দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী শামিম পলাশ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কর্মীরা মনে করেন তাদের হলে ফাও খাওয়া নিয়েই পলাশ এ স্ট্যাটাসটি দিয়েছেন। তাই পলাশকে ঘুম থেকে তুলে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা।

মারধরের শিকার শামিম পলাশ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সদস্য। বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের ৪১৬ নং কক্ষে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাতে ওই শিক্ষার্থী এই প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন, আমার নিজ এলাকা পাবানার কিছু সমস্যা নিয়ে বুধবার সন্ধ্যায় ফেসবুকে একটা স্ট্যাটাস দিই। কিন্তু হঠাৎ করেই রাতে ছাত্রলীগের কিছু কর্মী আমাকে ঘুম থেকে তুলে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তারা বলে আমার ফেসবুক স্ট্যাটাস তাদের হলে ফাও খাওয়া নিয়ে দেওয়া হয়েছে। পরে কিছু বুঝে ওঠার আগেই মারধোর শুরু করে।

খোঁজ নিয়ে জানা যায়, স্ট্যাটাসের জের ধরে বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগ কর্মী শাহাদাত হোসেন নিশান এবং হামিদসহ ৭-৮ জন তার রুমে (৪১৬ নং রুম) যায়। এসময় পলাশ ঘুমিয়ে থাকলে তারা তাকে ঘুম থেকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এক পর্যায়ে তারা পলাশকে এলোপাথাড়ি চর থাপ্পড় ও কিল ঘুষি মেরে চলে যায়।

এদিকে ছাত্রলীগের ওই কর্মীদের দাবি, ‘শামিম হলে ফাও খাওয়া সম্পর্কে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে কিন্ত সে নিজেই হলে ফাও খায়। এরই প্রেক্ষিতে আমরা গতকাল রাতে তাকে জিজ্ঞাসাবাদ করতে তার রুমে যাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘ব্যক্তিগত কারণে মারধরের ঘটনার দায়ভার ছাত্রলীগ নেবে না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, বিষয়টি অবশ্যই আমি গুরুত্বের সঙ্গে দেখব। বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা ব্যহত হয় এমন কোনো কর্মকাণ্ড হতে দেব না।

ফেরদাউসুর রহমান সোহাগ/এফএ/এমএস

আরও পড়ুন