ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উদযাপন করবে ডিআইইউ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:০০ এএম, ৩০ অক্টোবর ২০১৭

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আগামী ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে দু’দিনব্যাপী বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০১৭। কর্মসূচির উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের মাধ্যমে এতথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দু’দিনব্যাপী অনুষ্ঠানমালা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। রাজধানীর শুক্রাবাদে ডিআইইউ'র ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য এ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক সভা, ব্যবসা প্রস্তাবনা প্রতিযোগিতা, উদ্যোক্তা সম্মেলনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইইউ'র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহবুব উল হক মজুমদার, গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্কের কান্ট্রি ডিরেক্টর সোহায়েল চৌধুরী, ডিআইইউ'র স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ শিবলী শাহরিয়ার, সফটওয়্যার বিভাগের প্রধান তৌহিদ ভূঁইয়া, চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের প্রতিনিধি প্রমি নাহিদ প্রমুখ। অনুষ্ঠানে অধ্যাপক ড. এসএম মাহবুব উল হক মজুমদার বলেন, কলোনিয়াল যুগ থেকেই আমাদের মাথার মধ্যে চাকরি করার ধারণা পাকাপোক্ত হয়ে অছে। এ ধারা ভাঙতে হবে। একটি দেশ শুধু চাকরিজীবী দিয়ে উন্নতি করতে পারে না। দেশের সামগ্রিক উন্নতির জন্য আনেক উদ্যোক্তা প্রয়োজন। ডিআইইউ বাংলাদেশে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রথম ও একমাত্র ‘এন্ট্রাপ্রেনারশিপ’ বিভাগ চালু করাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

এএ/আরআইপি