ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ইবির ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৯ এএম, ০২ ডিসেম্বর ২০১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভ ভুক্ত ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার সকাল ৯টার টার দিকে ‘এফ’ ইউনিটের সমন্বয়কারী সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারীর কাছে এ ফলাফল হস্তান্তর করেন।

এই ইউনিটে পাশের হার ৬.১১ শতাংশ। এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাইনাস মার্কিং চালু হওয়ায় পাসের হার কমে গেছে বলে মনে করছেন সিনিয়র শিক্ষকরা।

‘এফ’ ইউনিটের ফলাফল উপাচার্যের কাছে হস্তান্তরের সময় উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ ‘এফ’ ইউনিটের সদস্য সহকারী অধ্যাপক আনিসুর রহমান এবং সহকারী অধ্যাপক মতিয়ার রহমান মোল্লা উপস্থিত ছিলেন।

এ বছর ‘এফ’ ইউনিটে ১০০ আসনের বিপরীতে তিন হাজার ৭৭৪ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে দুই হাজার ৮৬৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭৫ জন পাস করেছেন। এই ইউনিটে পাসের হার ৬.১১ শতাংশ।

গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রথম শিফটে ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার ফল ও মেধা তালিকায় সাক্ষাৎকারের তারিখ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/এমএস