ইবির ‘বি’ ও ‘জি’ ইউনিটের ফল প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভর্তি পরীক্ষার মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ এবং ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারীর নিকট বুধবার বিকেলে আলাদাভাবে এ দুই ইউনিটের সমন্বয়কারী পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
‘বি’ ইউনিটে ৪২০ আসনের বিপরীতে ১৪ হাজার ৪২৪ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৪ হাজার ৪০২ জন। এদের মধ্যে ৫ হাজার ৯৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
‘জি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে ৯ হাজার ১৩৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭ হাজার ৫৫২ জন। এদের মধ্যে এক হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।
ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে জবি শিক্ষক সমিতির মানববন্ধন
- ২ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৩ ছাত্র সংসদ নির্বাচনগুলোতে গণতন্ত্রের বিজয় হয়েছে: সাদিক কায়েম
- ৪ বিএনপিকে সুবিধা দিতে ছলচাতুরির পথ বেছে নিচ্ছে ইসি
- ৫ তিন শিক্ষার্থীর রিটে স্থগিত শাকসু নির্বাচন, উত্তাল ক্যাম্পাস