ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ইবিতে ৬ দফা দাবিতে ৩ ছাত্র সংগঠনের স্মারকলিপি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১০:১৩ এএম, ১১ ডিসেম্বর ২০১৭

অনতিবিলম্বে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বর্ধিত ভর্তি ফি কমানো, শিক্ষা খরচ সাধ্যের মধ্যে এনে সকলকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দান, শিক্ষাকে পণ্য হিসেবে গণ্য না করে মৌলিক অধিকার হিসেবে গণ্য করাসহ মোট ৬ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে তিন প্রগতিশীল ছাত্র সংগঠন।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করে ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী এবং ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর আহ্বায়ক মোরশেদ হাবিব, ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি লিটন রায়, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত তিমির স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত বছরের তুলনায় এ বছর নতুন সেশন থেকে ভর্তি ফিসহ আনুষাঙ্গিক খরচ তিনগুন বৃদ্ধি করেছে।

ভোগ্য পণ্যের মূল্য বৃদ্ধির ন্যায় শিক্ষার ব্যয়ও বৃদ্ধি করা হয়েছে। এত বড় অংকের টাকার বিনিময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আমাদের হতভম্ভ করেছে। উচ্চ শিক্ষার এ দ্বারে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের ঠাঁই, সেখানে যদি এত টাকা দিয়ে পড়তে হয় তাহলে উচ্চ শিক্ষার প্রারম্ভে অনেক শিক্ষার্থী ঝরে পড়বে। এতে শিক্ষার্থীরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে।

ফেরদাউসুর রহমান সোহাগ/এমএএস/আইআই