ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

অবশেষে ইবি গেটের পাবলিক টয়লেট উচ্ছেদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ১২:২০ পিএম, ০৫ জানুয়ারি ২০১৮

অবশেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল গেটের সামনে আলোচিত সেই পাবলিক টয়লেটগুলো উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওসমান গনির নেতৃত্বে টয়লেটগুলো গুড়িয়ে দেয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের দীর্ঘ দিনের কষ্ট দূর হয়েছে।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ্ হল গেটের সামনেই অবস্থিত পাবলিক টয়লেট, নলকূপ ও মেথর পট্টি। মেথর পট্টির বাসিন্দারা এগুলো ব্যবহার করে সবসময় নোংরা করে রাখায় প্রতিদিন পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে যাতায়াতকাী হাজার হাজার শিক্ষার্থীকে দুর্ভোগে পড়তে হতো।

এ টয়লেট উচ্ছেদ নিয়ে জাগো নিউজসহ বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো উচ্ছেদের জন্য ঝিনাইদহ জেলা এবং শৈলকূপা উপজেলা প্রশাসনকে চিঠি দেয়। এরই প্রেক্ষিতে গত বছরের ২৬ এপ্রিল শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা এক সপ্তাহের মধ্যে টয়লেট, নলকূপ ও তিনটি দোকান উচ্ছেদের নির্দেশ দেন। তবে তখন দোকান তিনটি উচ্ছেদ করতে পারলেও বিভিন্ন প্রশাসনিক জটিলতায় গত ৮ মাসেও টয়লেট ও নলকূপ উচ্ছেদ সম্ভব হয়নি।

শেষমেষ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আগমন উপলক্ষে এ টয়লেট উচ্ছেদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারো চিঠি দেয় শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনির উপস্থিতিতে টয়লেটগুলো গুড়িয়ে দেয়া হয়।

অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চাপের মুখে দীর্ঘ প্রতীক্ষিত পাবলিক টয়লেটগুলো উচ্ছেদ হওয়ায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ দিনের প্রত্যাশা অবশেষে পুরোন করতে পেরে আমি সত্যিই আনন্দিত। একইসঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি ঝিনাইদহ জেলা ও শেলকূপা উপজেলা প্রশাসনকে।

ফেরদাউসুর রহমান সোহাগ/এফএ/পিআর

আরও পড়ুন