সিসি ক্যামেরার আওতায় বাকৃবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা থেকে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
এ সময় ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর ড. মো. আতিকুর রহমান খোকন, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আজহারুল হক, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ্ আহমদ, প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. মহিউদ্দীন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সর্বমোট ৬২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
শাহীন সরদার/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ চবিতে ছাত্রদল-শিবির মুখোমুখি, মূল গেটের বাইরে বহিরাগতদের অবস্থান
- ২ চাকসুর ভিপিকে অশ্রাব্য ভাষায় গালি দিলেন চবি ছাত্রদল সেক্রেটারি
- ৩ প্রো-ভিসির পদত্যাগ দাবি, প্রশাসনিক ভবনে ছাত্রদল-বামপন্থিদের তালা
- ৪ নিয়ন্ত্রণহীন চলন্ত সিঁড়ি, আতঙ্কে ব্র্যাকের শিক্ষার্থীরা
- ৫ ছাত্রদলের প্যানেলে ‘মুক্তিযুদ্ধ পদ’ ফাঁকা, নারী প্রার্থী একজন