ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

জননীর জন্য পদযাত্রা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইবি | প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবসে জননীর জন্য পদযাত্রা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ওমেন’ (ক্যাপ)।

‘জননীর কাছে সবার আছে জন্ম-ঋণ, জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় অংশ নিন’ স্লোগানকে সামনে রেখে দিবসটি পালন করে তারা।

শনিবার দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি, পথসভা ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে লিফলেট বিতরণ করেছে সংগঠনটির সদস্যরা।

জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে ‘ক্যাপ’ এর সভাপতি আব্দুল্লাহ আল মাহদী ও সাধারণ সম্পাদক কেয়া বিশ্বাসের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা করে তারা।

পথসভায় জনসচেনতামূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মি আক্তার ও ক্যাপ’র স্বেচ্ছাসেবক সদস্য অহিনা মোস্তাফা দিপ্তি।

ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি আব্দুল্লাহ আল মাহদী বলেন, আমাদের ক্যাম্পাসে পথসভা করার উদ্দেশ্য হলো ক্যাম্পসের সকল শিক্ষার্থীরা সচেতন হবেন এবং তাদের পরিবারকে এ বিষয়ে জানাবেন।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/আরআইপি