বর্ণাঢ্য আয়োজনে যবিপ্রবি দিবস উদযাপিত
বর্ণাঢ্য আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা এবং পিঠা উৎসব ও কনসার্ট।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। এছাড়াও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে স্বাধীনতা সরণি সড়ক হয়ে একাডেমিক ভবন পর্যন্ত আনন্দ শোভাযাত্রা, দুপুর ১২টায় বিশ্বাবিদ্যালয়ের জন্মদিনের কেক কাটা এবং পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, এই বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করাই আমাদের লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের সহযোগিতায় এটা আমরা পারবো ইনশাল্লাহ।
অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমি ঘুমিয়ে ঘুমিয়ে কখনও স্বপ্ন দেখি না। আমি স্বপ্ন দেখি জেগে জেগে। আর যে স্বপ্ন দেখি, তা বাস্তবায়ন করেই ছাড়ি। এই বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা নির্ভর আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলব, এটা আমার স্বপ্ন এবং তা আমি বাস্তবায়ন করবই।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ড. মো. আনোয়ার হোসেন বলেন, আজ থেকে তোমরা আমার সন্তান। আমার চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা সব আমার সন্তানদের ঘিরে। বাবা-মা হিসেবে আমাদের দায়িত্ব আছে। তেমনি তোমাদের সঠিক পথে চলার দায়িত্ব আছে। সুতরাং তোমাদেরকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যোগ্য নাগরিক হতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আবুল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. ইকবাল কবীর জাহিদ।
মিলন রহমান/এমএএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে জবি শিক্ষক সমিতির মানববন্ধন
- ২ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৩ ছাত্র সংসদ নির্বাচনগুলোতে গণতন্ত্রের বিজয় হয়েছে: সাদিক কায়েম
- ৪ বিএনপিকে সুবিধা দিতে ছলচাতুরির পথ বেছে নিচ্ছে ইসি
- ৫ তিন শিক্ষার্থীর রিটে স্থগিত শাকসু নির্বাচন, উত্তাল ক্যাম্পাস