রাবি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ভিত্তিক সংগঠন ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে ক্যারিয়ার ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানের সঞ্চালনায় এবং সংগঠনটির বর্তমান সভাপতি শাহিনুর আহমেদ শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মনিমুল হক, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম সুইট, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো.ইমরান হোসাইন এবং ক্যারিয়ার ক্লাবের সাবেক সভাপতি সালেক আহমেদ সজীব প্রমুখ।
এ সময় বক্তব্যে বক্তারা বলেন, তোমরা যারা আজকে এ বিশ্ববিদ্যালয়ে এসেছ তোমাদের ভাগ্য আর পরিশ্রম দিয়েই এটি অর্জন করেছ। বৈচিত্র্যতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নম্বর ওয়ান। শুধু বিভাগীয় পড়াশোনা করলেই হবে না, এর পাশাপাশি অন্যান্য পড়াশোনাও করতে হবে। ক্যারিয়ার প্ল্যানিংয়ের জন্য বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন আছে সেগুলোতে অংশগ্রহণের করতে হবে। এ সময় ক্যারিয়ার ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন তারা।
উল্লেখ্য, রাবি ক্যারিয়ার ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গঠনমূলক সেমিনারের আয়োজনসহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।
রাশেদ রিন্টু/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাকসু নিয়ে শিবির নেতার বক্তব্যে জবি ছাত্রদলের তীব্র প্রতিক্রিয়া
- ২ জবির আবাসন সংকট সমাধানকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি
- ৩ শাকসু নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের সব ক্লাস-পরীক্ষা বর্জন
- ৪ নির্বাচনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান আন্দোলনকারীদের
- ৫ ঢাবিতে পোষাপ্রাণীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান ‘পেট কার্নিভাল’