ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ইবিতে ছাত্রদল কর্মীকে পেটাল ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইবি | প্রকাশিত: ০৬:০২ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এক কর্মীকে পিটিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের নেতা-কর্মীরা। ওই ছাত্রদল কর্মীর নাম মিজানুর রহমান নিহান।

তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বুধবার বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ক্লাস করার জন্য মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে যায় ছাত্রদল কর্মী মিজান।

সেখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তারই বন্ধু ও ছাত্রলীগ কর্মী বনির সঙ্গে দেখা হয়। মিজানকে ছাত্রদলের মিছিলে অংশগ্রহণ নিয়ে বিভিন্ন প্রশ্ন করে বনি। এরই একপর্যায়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম গ্রুপের কয়েকজন কর্মী মীর মশাররফ হোসেন ভবনে গিয়ে মিজানকে মারধর করে। একপর্যায়ে মিজান দৌড়ে পালাতে গেলে ছাত্রলীগ কর্মী যোবায়ের পেছন থেকে বেশ কয়েকটি ইটের টুকরা নিক্ষেপ করে। এতে গুরুতর আহত হয় মিজান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বলেন, স্বাভাবিক ক্লাস পরীক্ষায় অংশ নিতে গেলে আমার নিরীহ এক কর্মীকে মারধর করেছে ছাত্রলীগের মাস্তানরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনতিবিলম্বে এর সুষ্ঠু বিচার চাই। বিচার না হলে একটি কথা মনে করিয়ে দিতে চাই, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, আমার কর্মীর সঙ্গে খারাপ আচারণ করায় মিজানকে মারধর করা হয়েছে বলে শুনেছি।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/আরআইপি

আরও পড়ুন