শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জবিতে আনন্দ মিছিল
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৮ তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ। রোববার দুপুরে শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে আনন্দ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভাস্কর্য চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু যেমন বাংলাদেশ নামের একটি ভূখণ্ড উপহার দিয়েছেন তেমনি তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কেবল বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে পারবেন।
এদিকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাদ জোহর শাখা ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের নীলদলের সভাপতি অধ্যাপক আশরাফ-উল-আলম, সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মদ, শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শিশির, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, শামীম রেজা ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ চবিতে ছাত্রদল-শিবির মুখোমুখি, মূল গেটের বাইরে বহিরাগতদের অবস্থান
- ২ চাকসুর ভিপিকে অশ্রাব্য ভাষায় গালি দিলেন চবি ছাত্রদল সেক্রেটারি
- ৩ প্রো-ভিসির পদত্যাগ দাবি, প্রশাসনিক ভবনে ছাত্রদল-বামপন্থিদের তালা
- ৪ নিয়ন্ত্রণহীন চলন্ত সিঁড়ি, আতঙ্কে ব্র্যাকের শিক্ষার্থীরা
- ৫ ছাত্রদলের প্যানেলে ‘মুক্তিযুদ্ধ পদ’ ফাঁকা, নারী প্রার্থী একজন