ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ছাত্রাবাসে থেকে ইবি ছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শেখপাড়া বাজারের একটি ছাত্রাবাস থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সাইমুজ্জামান খান সাঈমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে শেখপাড়া বাজারের মা মঞ্জিলের (মেস) নিচতলার কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাঈম ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আজিয়া গ্রামের আজম খানের ছেলে। তার বাবা কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার।

ইবির প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, নিচতলার একটি কক্ষে একাই থাকতেন সাঈম। মঙ্গলবার দুপুরে কয়েকজনের সঙ্গে তার শেষ কথা হয়। বিকেলে কক্ষটি ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। ঘুমিয়েছে ভেবে আর কেউ ডাকাডাকি করেননি। কিন্তু সন্ধ্যা পার হয়ে রাত হলেও দরজা বন্ধ দেখে সবার সন্দেহ হয়। রাতে দরজার নিচের ফাঁকা স্থান দিয়ে ঝুলে থাকা সাঈমের পা দেখে সবাই চিৎকার শুরু করেন।

শৈলকূপা থানার ওসি আলমগীর হোসেন বলেন, সাঈম আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। কী কারণে সাঈম আত্মহত্যা করেছে তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি।

আহমেদ নাসিম আনসারী/আরএ/জেআইএম

আরও পড়ুন