কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ইবিতে মানববন্ধন
চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কারের সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইসলামী বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র-ছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কোটা পদ্ধতি বাতিলের দাবি মেনে নিয়ে ৭ মে প্রজ্ঞাপন জারির করার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলেও সরকারের পক্ষ থেকে কোনো প্রকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে আমরা মানববন্ধন করেছি।
তারা আরও বলেন, দ্রুত দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে আমরা কঠোর আন্দোলনে নামবো।
ফেরদাউসুর রহমান সোহাগ/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ তোপের মুখে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি, ‘ভুয়া’ স্লোগান
- ২ প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা, উপাচার্য অবরুদ্ধ
- ৩ রিটকারীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ও ছবিতে জুতাপেটা
- ৪ যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কারও পিঠের চামড়া থাকবে না
- ৫ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ